• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

অনুভূতি প্রকাশের ভাষা নেই জয়ের 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ০৬:৩৮ পিএম
অনুভূতি প্রকাশের ভাষা নেই জয়ের 

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হারের পর শুরু হতে যাচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাবর আজমদের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা পেয়েছেন টাইগার ব্যাটার মাহমুদুল হাসান জয়। প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে জায়গা পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই তরুণ ক্রিকেটার। এমনকি অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছেন বলে জানিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। 

বুধবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় জয় বলেন, ‘আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না। সবারই স্বপ্ন থাকে টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়ার। আমি প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছি। আমি অনেক খুশি।’
 
জাতীয় লিগে ভালো পারফরম্যান্সের কারণেই জায়গা পেয়েছেন জাতীয় দলের টেস্ট স্কোয়াডে। আর সামনের ম্যাচগুলোতে ভালো খেলার জন্য মুখিয়ে আছেন এই তরুণ ব্যাটার। বলেন, ‘জাতীয় লিগে বেশ কয়েকটি ইনিংস ভালো খেলেছি। আমার আত্মবিশ্বাস এখন ভালো আছে। তার আগে হাইপারফরম্যান্স ও এ টিমের প্রস্তুতি ম্যাচেও আমি ভালো একটা ইনিংস খেলেছি। তাই আমি প্রস্তুত আছি, সামনের ম্যাচগুলোতে ভালো খেলার জন্য।’

চট্রগ্রাম টেস্টে অভিষেক হতে পারে জয়ের। অভিষেক ম্যাচ নিয়ে সবার থাকে আলাদা আলাদা পরিকল্পনা। তাহলে জয়ের ব্যাটিং পরিকল্পনা কেমন। এই বিষয়ে তিনি বলেন, ‘আসলে তেমন কোনো আলাদা পরিকল্পনা নেই। সুযোগ পেলে আমি আমার স্বাভাবিক ব্যাটিংয়ের চেষ্টা করবো। চট্টগ্রাম বলতে আসলে আলাদা কিছু না। সিনিয়র ভাইরা সবাই আছেন, সবাই সাহায্য করলে.........আমরা একসাথে শেষ কয়েকটা সিরিজ খেলছি.........তাই সবাই অনেক সাহায্য করে আমাকে।

Link copied!